Thursday, January 17, 2013

আপনার সিম্বিয়ান ফোনটিকে ওয়াইফাই রউটার হিসেবে ব্যাবহার করুন

আজ আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সিম্বিয়ান s60 v3 এবং s60 v5 ফোনটিকে ওয়াইফাই রউটার হিসেবে ব্যাবহার করতে পারবেন ।।

সফটওয়্যার টির নাম ঃ Joikuspot Pemium ।।

প্রথমে নিচের লিঙ্ক থেকে ‍সফটয়ারটি ডাউনলোড করে নিন ।।

http://www.mediafire.com/?xhr35o2x6a7m7ir

১. এই সফটওয়্যার টি ইন্সটল করে নিন ।।

২. ইন্সটল শেষ হলে ওপেন করে Option থেকে Setting যান ।।

৩. নেটওয়ার্ক নামে আপনার ওয়াইফাই এর নাম দেন ।।

৪. Encryption এ দেন WEP shared ।।

৫. Encryption Key Lenth এ দেন ৬৪-বিট ।।

৬. Encryption Key তে দেন ওয়াইফাই এর পাসওয়ার্ড ।

৭. এইবার Back দিয়া Start এ ক্লিক করেন ।।

৮. Allow Sharing Your Internet Connection With External Device আসবে Yes দেন ।।

৯. Accesspoint চাইবে ঠিক মত দেন ।।

১০. আপনার কাজ শেষ ওয়াইফাই চালু হয়ে গেছে ।।

এইবার আপানর অন্য যে ডিভাইস থেকে ওয়াইফাই চালাতে চান ওইখান থেকে ওয়াইফাই সার্চ দিয়ে ওয়াইফাই ব্যাবহার করুন মনের আনন্দে ।।

ধন্যবাদ ।।

1 comment: